Tom Aldred Stays With Mohunbagan

মোহনবাগানেই থাকছেন টম

খেলা

এই মরশুমে মোহনবাগানের ' দ্বিমুকুট ' জয়ের প্রধান শক্তিই ছিল তাদের রক্ষণভাগ। রক্ষণের দুই প্রধান অস্ত্র টম অলড্রেড ও আলবার্তো। আলবার্তো থাকলেও পরের মরশুমে টমের থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল যে বেঙ্গালুরু এফসি প্রস্তাব রয়েছে তাকে। তবে শনিবার সব জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল আগামী মরশুমেও সবুজ মেরুনেই থাকবেন টম। রক্ষণ সামলাবেন আলবার্তোর সঙ্গে জুটি বেঁধে। শিল্ড জয়ের ফলে আসন্ন মরশুমেও এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অথবা ACL 2-তে খেলবে মোহনবাগান। তাই  এই প্রতিযোগিতায় রক্ষণভাগ যাতে মজবুত থাকে সেই কারণেই টমের সঙ্গে চুক্তি বৃদ্ধি করল তারা।

Comments :0

Login to leave a comment