ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েই শুরু হলো দু’দিনের অল ইন্ডিয়া প্ল্যান্টেশন ওয়ার্কাস ফেডারেশন (এআইপিডব্লিউএফ)’র দশম সম্মেলন। বৃহস্পতিবার সকালে অল ইন্ডিয়া প্ল্যান্টেশন ওয়ার্কাস ফেডারেশনের মিছিলে হাজির হয়েছিলেন বাগিচা শ্রমিকেরা। দার্জিলিঙ হেরিটেজ রেল স্টেশন থেকেই মিছিল শুরু হয়। গোটা দার্জিলিঙ শহর লাল রঙে সেজে উঠেছে বাগিচা শ্রমিক সংগঠন ও সিআইটিইউ’র লাল পতাকায়।
গোটা ভারতের প্রতিনিধিরা সমবেত হয়েছিলেন দার্জিলিঙের হেরিটেজ রেলওয়ে স্টেশনের সামনে। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান থেকে শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তরাই ও ডুয়ার্সের একেবারে প্রত্যন্ত এলাকা থেকে বহু বাগিচা শ্রমিক বাসে গাড়িতে চেপে সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন।
ভারতবর্ষের চা, কফি, সিঙ্কোনা, রবার সহ সমস্ত বাগিচা শ্রমিকদের ইউনিয়ন সমূহ নিয়ে গঠিত অল ইন্ডিয়া প্ল্যান্টেশন ওয়ার্কাস ফেডারেশন। মিছিলের পুরোভাগে ছিলেন সিআইটিইউ সর্বভারতীয় সভানেত্রী কে হেমলতা, সিআইটিইউ সাধারণ সম্পাদক তপন সেন, সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক অনাদি সাহু, সংগঠনের নেতা এআর সিন্ধু, কৃষকসভার নেতা কৃষ্ণ প্রসাদ প্রমুখ। উপস্থিত ছিলেন বর্ষীয়ান সিপিআই(এম) নেতা কে বি ওয়াতার, চা শ্রমিক নেতা জিয়াউল আলম, গৌতম ঘোষ ও সুদীপ দত্ত। এছাড়াও ছিলেন শ্রমিক সঙ্ঘের লক্ষ্মণ প্রধান, দার্জিলিঙ তরাই ডুয়ার্স চিয়াকামান মজদুর ইউনিয়নের সুনীল রায়, হামরো পার্টি শ্রমিক সংগঠনের নেতা ডি কে গুরুঙ প্রমুখ।। জিমখানা ক্লাবে মিছিলকে স্বাগত জানান অভ্যর্থনা কমিটির পক্ষে সমন পাঠক, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ডম্বর শিবকোটি।
তপন সেন বলেন, সারা দেশের বাগিচা শ্রমিকদের লড়াই আন্দোলনের বহু পুরানো সাক্ষী বহন করে চলেছে দার্জিলিঙ। সংগঠনের প্রথম সম্মেলন এখানেই অনুষ্ঠিত হয়েছিলো। ৫০ বছর পরে এখানেই সংগঠনের দশম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও জিএনএলএফ, সিপিআরএম, গোর্খালিগ ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, দার্জিলিঙ পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল ও হামরো পার্টির অধ্যক্ষ অজয় এডওয়ার্ডও সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0