Prime-Minister to visit Manipur

আড়াই বছর পর আড়াই ঘণ্টারমণিপুর সফরে আজ প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্বজিৎ দাস
টানা সাড়ে তিন বছর পর শনিবার মণিপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২সালের ২২ ফেব্রুয়ারি সর্বশেষ মণিপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে আসেন তিনি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মাথায় জাতি সংঘর্ষে অশান্ত হয়ে উঠে মণিপুর। ২০২৩ সালের ৩ মে থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও থামাতে পারেনি তথাকথিত ডাবল ইঞ্জিনের সরকার। এই সময়কালে মোদী আর মণিপুরমুখো হননি। শনিবার যে তিনি কয়েক মুহূর্তের জন্য মণিপুর আসছেন, তাও সফরের ঠিক আগের দিন শুক্রবার সরকারিভাবে ঘোষণা করা হয়। মণিপুরে ওই দিন সাড়ে ৮ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করবেন তিনি। তবে রাজ্যের পৃথক দু’টি মঞ্চ থেকে দুই ভাগে এই প্যাকেজ ঘোষণা করবেন তিনি। 
মোদী ওই দিন মেইতেই নিবিড় ইম্ফল ও কুকি নিবিড় চুরাচাঁদপুরে দু’টি সরকারি অনুষ্ঠান করবেন। শুক্রবার মোদীর সফরসূচির কথা সরকারি ভাবে ঘোষণা করেন রাজ্যের মুখ্য সচিব পুনিত কুমার গোয়েল। শিলান্যাস অনুষ্ঠান মঞ্চেই আশ্রয় শিবিরে আশ্রিতদের সঙ্গে কথা বলবেন মোদী। এর পর দু’টি জায়গায় বক্তব্য রাখবেন। আড়াই থেকে তিন ঘণ্টা থেকে ফিরে যাবেন তিনি। পরে এক্স হ্যান্ডেলে মণিপুর সফরের কথা ঘোষণা করেন মোদী। ওই সভায় যাঁদের আমন্ত্রণ করা হয়েছে, তাঁদেরকে খালি হাতে ঢুকতে হবে। মোবাইল, ক্যামেরা নিয়েও ঢোকা যাবে না। মোদীর সভার ফোটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে। 
এদিকে, জাতি সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে মোদীর সফরকে ঘিরে রাজ্যে উত্তেজনা রয়েছে। বৃহস্পতিবার রাতেই চুরাচাঁদপুরে হিংসা ছড়িয়ে পড়ে। মোদীর কাটআউট ভেঙে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এদিন রাত থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে বিভিন্ন রাজনৈতিক ও দলসংগঠন প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। চুরাচাঁদপুরে মোদীর সভায় বিজেপি’র মেইতেই বিধায়করা উপস্থিত থাকবেন না, তা মোটামুটি নিশ্চিত। দলের কুকি গোষ্ঠীর বিধায়করা মোদীর মঞ্চে উপস্থিত থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। বিজেপি’র সাত জন কুকি বিধায়ক আছেন। দু’জন মন্ত্রী। আড়াই বছর ধরে তাঁরা রাজধানী ইম্ফলে যাচ্ছেন না। বিধানসভা অধিবেশনে যোগ দিচ্ছেন না। মন্ত্রীসভার বৈঠকেও উপস্থিত হচ্ছেন না। আবার আফস্পা প্রত্যাহারের দাবিতে ইম্ফল উপত্যকায় এদিন কয়েকটি সংগঠন রাস্তায় নামার সম্ভাবনা রয়েছে। 
মোদীর সফরকে প্রতীকী বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র। এদিন তিনি বলেন, বিজেপি’র বিভাজনের রাজনীতির ফলে মণিপুর পুড়ছে। আড়াই বছর ধরে হিংসার আগুনে ছারখার হয়ে গেছে ছোট্ট রাজ্যটি। আর মোদী আড়াই বছরের মাথায় মাত্র আড়াই ঘণ্টার জন্য মণিপুর আসছেন। তিনি স্রেফ বক্তৃতা শুনিয়ে চলে যেতে চাইছেন। মোদীর স্বল্প সময়ের সফরের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। রাহুল গান্ধী বলেছেন, আড়াই বছর পর মণিপুরের কথা মনে পড়েছে মোদীর। তবে এখন ভোট চুরিই মূল ইস্যু। 
ছবি : চুরাচান্দপুরে মোদীর সভাস্থলে ফোটোগ্রাফি নিষিদ্ধ বলে ব্যানার টাঙিয়েছে প্রশাসন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন