Pushback

পুশব্যাক: কেন্দ্রকে তীব্র ভৎসনা হাইকোর্টের, ৭ জনকেই ফেরানো নির্দেশ

জাতীয় রাজ্য

গর্ভবতী সোনালী বিবি সহ ছয় জনকে বাংলাদেশে পুশব্যাক করার নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। চলতি বছর জুন মাসের ২৬ তারিখ দিল্লির রোহিণী থেকে তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ ৷ এরপর কেন্দ্রীয় অভিবাসন দপ্তর তাঁদের প্রয়োজনীয় নথিপত্র না থাকার অভিযোগে অসম সীমান্ত থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়।

বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে যে সমস্ত পরিচয় পত্র থাকার পরও তাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তা সঠিক হয়নি। আদালত বলেছে, "কেন্দ্রীয় সরকার যে কাজ করেছে তা সঠিক নয়। খুবই দ্রুততার সাথে তাঁদের পশ্চিমবঙ্গে ফেরত আনতে হবে।"

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাকে হাতিয়ার করে বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেছে বেছে হেনস্তা করা হয়। সমস্ত নথি থাকা সত্ত্বেও তাদের জোর করে গ্রেপ্তার করে পুলিশ। অনেকেই শারীরিক ভাবে প্রহারও করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানায় সিপিআই(এম)।   

Comments :0

Login to leave a comment