QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 1 MAY 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১ মে ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  1 MAY 2025 3rd YEAR

বলতে পারো অমল করউত্তর : নতুনপাতা, বর্ষ ৩

জিজ্ঞাসা

১. ৮ ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশ কবে কোথায় গুলি চালায়?
২. কোন্  সিদ্ধান্তের সুবাদে  ১লা মে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালিত হয়?
৩. সত্যজিৎ রায় কে।
৪. চলচ্চিত্র নির্মাণের জন্য সত্যজিৎ রায় প্রাপ্ত কয়েকটি পুরস্কারের তালিকা দাও।
৫. কার্ল মার্কস কে।
৬. কার্ল মার্কস বিরচিত কয়েকটি বইয়ের নাম বলো।

সমাধান

১.  ফেডারেশন অফ অর্গেনাইজড ট্রেড অ্যান্ড লেবার ইউনিয়নের আহ্বানে ১৮৮৬ সালের ১লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট স্কোয়ারে ৮ ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে ৪ জন শ্রমিক শহিদ হন।
২. ১৮৮৯ সালের ১লা মে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে হে মার্কেটে শহিদদের আত্মত্যাগ স্মরণে ১ লা মে আন্তর্জাতিক মে দিবসপালনের সিদ্ধান্ত হয়।
৩. সত্যজিৎ রায় (জন্ম ২রা মে ১৯২১) ছিলেন চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার শিল্পনির্দেশক গীতিকার সুরকার ও সংগীত পরিচালক লিপিকলাবিদ চিত্রশিল্পী 
ঔপন্যাসিক কথাকার ও কয়েকটি গ্ৰন্থপ্রণেতা।
৪. সত্যজিৎ রায় ৩৭ টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্য চিত্র ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা। তিনি ১২ টি আন্তর্জাতিক পুরস্কার, ৩২ টি জাতীয় পুরস্কার ,১টি গোল্ডেন লায়ন, ২ টি রৌপ্য ভল্লুক, অস্কার ও ভারতরত্ন পুরস্কার লাভ করেন।
৫. কার্ল হাইনরিশ মার্কস ১৮১৮ সালের মে মাসের ৫ তারিখে জার্মানিতে জন্মগ্ৰহণ করেন। তিনি ছিলেন একজন দার্শনিক,
সাংবাদিক,অর্থনীবিদ,ইতিহাসবেত্তা,সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিপ্লবী। তিনি একজন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক।১৮৪১সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।
৬. কার্ল মার্কস বিরচিত কয়েকটি আকর গ্ৰন্থের নাম:
দাস ক্যাপিটাল ( ৩ খণ্ডে প্রকাশিত) , ফ্রেডারিক এঙ্গেলস -এর সাথে যুক্তভাবে কমিউনিস্ট ইশতেহার।

Comments :0

Login to leave a comment