আজ ৭ মে । ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি ২০০৭সালে আর্সেনালের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন আজকের দিনে। হাইবুরিতে উইগান এথেলেটিকের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অঁরি। ৪-২ গোলে জিতেছিল আর্সেনাল। ২০০৪সালের প্রিমিয়ার লিগ জয়ী ' ইনভিন্সিবল ' আর্সেনালের সেই দলে অঁরি ছাড়াও লেম্যান , ভিয়েরা , ক্যাম্পবেল , পিরেস , বার্গক্যাম্পের মতো খেলোয়াড়রা ছিলেন। শেষ ম্যাচে হ্যাটট্রিক করে আর্সেনাল সমর্থদের হৃদয়ে চিরতরে জায়গা করেনিয়েছিলেন অঁরি। ১৯৯৯ থেকে ২০০৭ এই আটবছরে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর্সেনালের হয়ে প্রায় সব ট্রফিই জিতেছিলেন এই অঁরি। আর্সেনাল ছেড়ে তিনবছর বার্সিলোনার জার্সিতে খেলে ২০০৯সালে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। এরপর ২০১০সালে মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক রেড বুলসে যাওয়ার পর ২০১২তে লোনে ফায়ার আসেন আর্সেনালে। ফ্রান্সের জার্সিতে ১৯৯৮সালে বিশ্বকাপ এবং ২০০৬সালে রানার্স আপ হয়েছেন। কিংবদন্তি এই ফুটবলার বর্তমানে ফুটবল বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন।
Comments :0