কলকাতার ইডেন গার্ডেনে বোমাতঙ্ক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ইমেলে দুপুরে হুমকি আসে। অজ্ঞারপরিচয় আইডি থেকে ইমেলটি পাঠানো হয়। এরপরেই কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় গোটা ইডেন গার্ডেন চত্বরে। সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি এই সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান যে যেহেতু খেলাটি আইপিএলের চেন্নাই ম্যাচ এবং মহেন্দ্র সিং ধোনিকে দেখতেই প্রচুর লোক এসেছে, তাই তল্লাসী চালানো একপ্রকার অসম্ভব। এই কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রচুর সাদা পোষাকের পুলিশ মোতায়েন হয়েছে। বুধবার সকালে আমেদাবাদ স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল আসে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে।
eden gardens
ইডেনে বোমাতঙ্ক

×
Comments :0