Pakistan

অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল পাকিস্তান

আন্তর্জাতিক

অপারেশন সিঁদুরের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকে বসে সেই দেশের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। সূত্রের খবর ভারতীয় সেনার প্রত্যাঘাতের প্রত্তুত্তর দেওয়ার পূর্ণ সাধীনতা দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাকে। এনএসসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরপরাধ পাকিস্তানিদের প্রাণহানি এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেওয়া এবং আত্মরক্ষার অধিকার রয়েছে আমাদের।’
ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এই আক্রমণে শুধুমাত্র সন্ত্রাসবাদীদের ঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। সাধারণ পাকিস্তানের নাগরিকদের কোন ক্ষতি হয়নি। পাকিস্তানের দাবি এই হামলায় সাধারণ পাকিস্তানের নাগরিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে ভারত। 
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের দাবি এমন কোন সন্ত্রাসবাদী ঘাঁটি নেই।
উল্লেখ্য ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কুটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। মঙ্গবার গভীর রাতে অপারেশন সিঁদুরের মাধ্যে গুঁড়ি দেওয়া হয় ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি।
উল্লেখ্য পহেলগামের ঘটনার পর পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ভারতের নির্দেশের পর দেখা গিয়েছে পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানের বহু নাগরিককে দেশে ফিরতে। কেন্দ্র ওই ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ জারি করে বৃহ্স্পতিবার। 
শুক্রবার সিন্ধু জল চুক্রি সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনায় নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করেছেন। ১৯৬০’র এই চুক্তির প্রয়োগ আপাতত স্থগিত ঘোষণা করেছে ভারত। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল বলেছেন, ভারত থেকে এক বিন্দু জল যাতে পাকিস্তানে না যায় তা নিশ্চিত করা হবে।

Comments :0

Login to leave a comment