POETRY — Avik Chatterjee — FIRE ESO ULUGULAN — MUKTADHARA — 7 MAY 2025, 2nd YEAR

কবিতা — অভীক চ্যাটার্জী — ফিরে এসো,উলগুলান — মুক্তধারা — ৭ মে ২০২৫, বর্ষ ২

সাহিত্যের পাতা

POETRY  Avik Chatterjee  FIRE ESO ULUGULAN  MUKTADHARA  7 MAY 2025 2nd YEAR

কবিতামুক্তধারা, বর্ষ ২

ফিরে এসো,উলগুলান
অভীক চ্যাটার্জী 

তারপরে আর জ্বললোনা মোম,
উঠলনা আর ছবি;
এসব তো আর ফুটেজ দেয়না-
স্তব্ধ বুদ্ধিজীবী

শব্দচয়ন বাগবিতণ্ডা,
গোলটেবিল আর নালিশ,
ওসব কিছু বৃথাই গেলো;
মুখ্যমন্ত্রী সালিশ!

নতুন খবর নতুন খেলা,
হেডলাইনের বদল হয়।
দর্জি বাবার কাপড় সেলাই;
তার খবর কেই বা নেয়?

নির্জনতায় নির্যাতিতা, 
নিজেই নিজের বিচার চায়
বোকার স্বর্গে গুপি আর বাঘা
দিনবদলের গাজন গায়

পথিক তোর পথের পাশে
রক্তমাখা বোনের লাশ;
রাষ্ট্রযন্ত্র বিকল বলে
আর কতবার ফিরবি পাশ??

 

Comments :0

Login to leave a comment