ভারতের সব রাজনৈতিক দল যখন বলছে এই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার তখন উষ্কানি ছড়াতে মাঠে নেমে পড়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। নিজের এক্সহ্যান্ডেলে নিশিকান্ত দুবে লিখেছেন, ‘‘এখন যুদ্ধের সময়, বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা স্থগিত রাখা প্রয়োজন। তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে আবেদন জানাবো পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল যারা আছেন তাদের সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ রাখার।’’
২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকে আরএসএস বিজেপির বিভিন্ন শাখা সংগঠন সাম্প্রদায়িক উষ্কানি দিতে শুরু করে। নির্দিষ্ট একটি ধর্মকে লক্ষ করে চলতে থাকে লাগাতার সাম্প্রদায়িক প্রচার।
সর্বদলীয় বৈঠকে খোদ প্রধানমন্ত্রী যখন বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের সাথে সংঘাতের পরিস্থিতিতে দেশের সব মানুষকে এক থেকে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে। যখন প্রধানমন্ত্রী এই কথা বলছে তখন বিজেপিরই একজন সাংসদ নিজের সামাজিক মাধ্যমে উষ্কানি ছড়াচ্ছে।
Nishikant Dubey
প্রধানমন্ত্রী বলছেন ঐক্যবদ্ধ হওয়ার কথা, তখন তারই দলের সাংসদ ছড়াচ্ছে উষ্কানি

×
Comments :0