summer vacation

গরমের ছুটি বাড়ালো রাজ্য

রাজ্য

দেশের বর্তমান পরিস্থিতির জন্য গরমের ছুটি বাড়ালো  রাজ্য সরকার। ২ জুন খুলবে সমস্ত  সরকারি, সরকার পোষিত স্কুল। 
বৃহস্পতিবার শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে পাহাড়ি অঞ্চল সহ রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার  পোষিত স্কুল আপাতত বন্ধ থাকবে। আগামী মাসের ২ তারিখ খুলবে স্কুল। চলতি ছুতি  ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছিল কিন্তু কত দিন পর্যন্ত ছুটি থাকবে তা নিয়ে কোন নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী প্রাথমিক স্কুলের ছুটি থাকার কথা ১২ মে পর্যন্ত এবং  অন্যান্য স্কুলগুলির  ছুটি ২৪ মে পর্যন্ত।  কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির জন্য সময় বাড়িয়ে দিয়েছে সরকার। এদিন জানানো হয়েছে  ৩১ মে পর্যন্ত স্কুল ছুটি থাকবে। জুনের প্রথম সোমবার আবার  খুলবে সমস্ত স্কুল।
 

Comments :0

Login to leave a comment