UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিতে পিএসজি বনাম আর্সেনাল

খেলা

PSG vs ARS

সানসিরোতে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ইন্টার ফাইনালে ওঠার পর বুধবার রাত ১২:৩০টায় ( বৃহস্পতিবার ) দ্বিতীয় সেমির দ্বিতীয় পর্বের ম্যাচে নামবে পিএসজি ও আর্সেনাল। প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে হবে খেলাটি। রিয়ালকে হারিয়ে সেমিতে জায়গা করে নিলেও লন্ডনে প্রথম পর্বের ম্যাচে হেরে যায় আর্সেনাল। ৪মিনিটের মাথায় গোল করছিলেন ওসমান ডেম্বেলে। সেই গোলের সৌজন্যেই এডভান্টেজে রয়েছে প্যারিসের দলটি। কোচ লুইস এনরিকে নিজস্ব দর্শনে বেশ কিছু তরুণ প্রতিভাদের নিয়ে গড়ে তুলেছেন দলটি। ডেম্বেলে , রামোস , নুনো মেন্ডেজ , ভিটিনহা , কাভরাটজকেলিয়া , হাকিমিদের দলগত সংহতিতে ভরসা করেই এই পারফরম্যান্স করছে প্যারিসের দলটি। ২০২০ তে ফাইনালে বায়ার্নের কাছে হারের পর ফের একবার ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়ছে পিএসজির। অন্যদিকে ঘরের মাঠে পিএসজির বিরুদ্ধে ডিফেন্স করতে ব্যর্থ হয়েছিল আর্টেটার দল। ফাইনালে উঠতে গেলে রাইস , সাকা , স্যালিবা , ওডেগার্ডদের নিজেদের ছাপিয়ে যেতে হবে বৃহস্পতিবার। অন্তত ২গোলের ব্যবধানে  জিততে হবে তাদের। ডেম্বেলেকে রোখাই মূল চ্যালেঞ্জ স্যালিবাদের। ২০০৬এ প্যারিসেই ফাইনাল খেলেছিল ' গানার্সরা '। এই বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে হলে ট্যাকটিকসেই বাজিমাত করতে হবে আর্টটাকে। 

Comments :0

Login to leave a comment