পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলার ৩১টি জায়গায় ‘মক ড্রিল’ হবে বলে জানিয়েছে রাজ্য। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সামরিক সংঘাতের সম্ভাবনাও দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ‘মক ড্রিল’ দেশের বিভিন্ন রাজ্যের করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
বুধবার থেকে টানা সাতদিন ধরে চলবে সুরক্ষা মহড়া। গোটা দেশের সঙ্গে এরাজ্যের ৩১টি ‘অসামরিক প্রতিরক্ষা জেলা’ চিহ্নিত করে মহড়ার কাজ শুরু হবে। এই মহড়াতে জেলা শাসকদের পাশাপাশি সরকারের জরুরি পরিষেবা দপ্তরের কর্মী থেকে এনসিসি, এনএসএস সহ স্কুল কলেজের পড়ুয়াদের অংশগ্রহণের কথা কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে।
তবে রাজ্য সরকার প্রাথমিকভাবে সুরক্ষা মহড়ার কাজে সরকারের আপৎকালীন দপ্তরগুলির মধ্যে সংযোগ বাড়ানোর কাজকেই অগ্রাধিকারের তালিকায় রেখেছে। রাজ্যের জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিঙ, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির জেলায় অসামরিক সুরক্ষা মহড়ার আয়োজন করার কথা বলা হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া ও হুগলী জেলাতেই একইভাবে সুরক্ষা মহড়া করার কথা কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘মঙ্গলবার থেকে মহড়া শুরুর কথা বলা হলেও জেলাগুলিতে পর্যায়ক্রমে এই কাজ করা হবে। তবে মূলত যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের যে সমস্ত দপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ, সেইসব দপ্তরকেই মহড়ার জন্য ব্যবহার করার কথা বলা হয়েছে।’’ উদ্ধার করার কাজে যুক্ত সিভিল ডিফেন্সের কর্মী, দমকল কর্মী, অ্যাম্বুলেন্স পাঠানোর কাজের মহড়া দেওয়া হবে। আবার কোনো বোমার আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য দমকল কর্মীদেরও মহড়ার কাজে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘সুরক্ষা মহড়ার সঙ্গে যুক্ত সরকারি দপ্তরগুলির মধ্যে সংযোগ বাড়ানোর কাজকেই অগ্রাধিকারের তালিকায় রাখা হচ্ছে।’’
রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, কলকাতাতে বর্তমানে ৯৫টির কাছাকাছি সাইরেন আছে। জেলাগুলিতে গড়ে ২০ থেকে ২২টির কাছাকাছি সাইরেন আছে। তবে প্রায় সব সাইরেনই এখন বিকল। দ্রুত সাইরেনগুলিকে সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের সুরক্ষা মহড়ার জন্য বিমান হানার সময় সাইরেন বাজিয়ে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার ওপরই জোর দেওয়া হয়েছে।
Mock drill
রাজ্যে মহড়া ৩১টি অসামরিক প্রতিরক্ষা জেলায়

×
Comments :0