উত্তর-পূর্ব বিহার এবং তাঁর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তটি এখনও অবস্থান করছে। কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারের বৃষ্টিতে কার্যত বানভাসি উত্তরবঙ্গ। প্রাণ হারিয়েছেন ২৪ জন। বিভিন্ন জায়গায় ধস, সেতু ভেঙে পড়ার মতো ঘটনা দেখা গেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সোমবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিঙ, কালিংপঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হলুদ সতর্কতা রয়েছে জেলা গুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলা গুলিতে, হবে আবহাওয়ার উন্নতিও। কাল থেকে কোনও সতর্কতা নেই উত্তরে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ থাকবে। বুধবার পর্যন্ত দখিবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টি।
Comments :0