কোচবিহার পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় ২জনকে আহত করে অবশেষে ধরা দিল গন্ডার। আহত একজনের নাম দিলীপ দাস(৬৫)। অপরজন বিভা কর(৮৫)। দুজনেই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে।
উত্তরবঙ্গের বন্যায় বিভিন্ন বন্যপ্রাণী ভেসে আসে নদীতে, এর সাথে এই গন্ডারও চলে আসে। শুক্রবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় এই গন্ডার দেখতে পান এলাকার মানুষ। গন্ডারের হামলায় আহত দুজন। বর্তমানে এই দুজন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে গুমানিহাট এলাকায় আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ঘুমপাড়ানির গুলি করে গন্ডারটি নিয়ন্ত্রণে এনে নিজেদের হেফাজতে নেন বন দপ্তরের কর্মীরা।
Rhino
অবশেষে ধরা পড়ল গন্ডার
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0