J&K Statehood

জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর মামলার শুনানি ৮ আগস্ট

জাতীয়

জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার মামলার শুনানি হবে ৮ আগস্ট। সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত আবেদন দায়ের হয়েছে।
জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। কেন্দ্রের বিজেপি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে আবেদন জমা পড়েছে
সুপ্রিম কোর্টে। আবেদন জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে।
২০১৯’র ৫ আগস্ট কেন্দ্র জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদার ধারা ৩৭০ বাতিল করেছিল। সেই সঙ্গে রাজ্যকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ করা হয়। অতীতে পূর্ণ রাজ্য ভেঙে মর্যাদা নামিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার নজির ছিল না। 
আইনজীবী শঙ্কর নারায়ণন মঙ্গলবার প্রধান বিচারপতি বিআর গাভাইকে জানিয়েছেন যে ৮ আগস্ট এই মামলার শুনানির দিন নির্দিষ্ট হয়েছে। ওই দিন শুনানি থেকে এই মামলা বাদ না দেওয়ার আবেদন জানান তিনি। প্রধান বিচারপতি আবেদনে সম্মতি দেন।
জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি জোরালো হয়েছে রাজনৈতিক স্তরে। বামপন্থীদের পাশাপাশি বিজেপি বিরোধী একাধিক দল এই দাবিতে সরব। 
এই মামলার দুই আবেদনকারী কলেজ শিক্ষক জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক আদালতে বলেন যে সংবিধানের ৩৭০ ধারা বাতিল মামলায় পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেল আদালতে সেই আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না।

Comments :0

Login to leave a comment