চুয়াড় বিদ্রোহের গড় শালবনীর কর্ণগড় থেকে মেদিনীপুর শহরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ পর্যন্ত হলো ‘সমতা যাত্রা’।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দফায় দফায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারাত্মক শোষণের বিরুদ্ধে দফায় দফায় হয়েছিল চুয়াড় বিদ্রোহ। ১৭৬৬ থেকে ১৮৩৪’র মধ্যে বিভিন্ন পর্বে এই সংগ্রাম হয় বলে মত ইতিহাসবিদদের। আদতে যা ছিল কৃষক বিদ্রোহ। নিম্নবর্গীয় ও প্রান্তিক আদিবাসী মানুষ গড়ে তুলেছিলেন প্রতিরোধ। নির্মভাবে তাকে দমন করেছিল ব্রিটিশ।
রানি শিরোমণি ছিলেন এই লড়াইয়ের নেত্রী। তাঁর লড়াইয়ের গড় শালবনীর কর্ণগড়। রবিবার সেখান থেকেই ১৪ কিলোমিটার পথে চলেছে ‘সমতা যাত্রা’।
পদযাত্রার প্রধান আহ্বান ছিল লিঙ্গ ও জাত বৈষম্যের অবসান। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে হয়েছে এই যাত্রা।
Samata Yatra
রানি শিরোমণির কর্ণগড় থেকে মেদিনীপুর ‘সমতা যাত্রা’
শালবনীর কর্ণগড় থেকে মেদিনীপুর শহর অভিমুখে ‘সমতা যাত্রা’। ছবি ও ভিডিও: চিন্ময় কর
×
Comments :0