সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা ১৮ তম সম্মেলন উপলক্ষে রবিবার দুপুরে খড়দহ ফেরিঘাটের পাশে ভাষা উদ্যানে ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দু’শোর বেশি শিশু অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেত্রী আত্রেয়ী গুহ, মহিলা সমিতি নেত্রী পূরবী সরকার, গণতান্ত্রিক আন্দোলনের নেতা ঝন্টু মজুমদারও। ছিলেন বহু অভিভাবক।
Comments :0