রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে তাঁর নামেই প্রায় সহমত বিক্ষোভকারীদের সব অংশ।
রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিক্ষোভকারীরা। তবে সংসদ ভেঙে দেওয়া হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বৈঠকে।
শুক্রবার রাত ৯টায় শপথ নিতে পারেন সুশীলা কারকি। বিক্ষোভকারীদের সঙ্গে রাষ্ট্রপতি এবং সেনা প্রধান অশোক রাজ সিগডেলের আলোচনায় এই মত উঠে এসেছে।
সূত্রের খবর, আপাতত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কারকি অল্ক কয়েকজনের মন্ত্রিসভা গঠন করবেন বলে ঠিক হয়েছে। শুক্রবার রাজেই হতে পারে এই মন্ত্রিসভার বৈঠক।
কোনও কোনও অংশের বক্তব্য কারকি দ্রুত শপথ নিতে চলেছেন।
নেপালের প্রতিনিধিসভার অধ্যক্ষ দেবরাজ ঘিমিরে এবং জাতীয় পরিষদের চেয়ারম্যান নারায়ণ দহল সংবিধানকে অনুসরণ করে সঙ্কট নিরসনের পক্ষে মত দিয়েছেন।
নেপালে বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
নেপালে এখনও আটকে পড়ে রয়েছেন ভারতীয়দের অনেকেই। বন্ধ হয়ে রয়েছে দিল্লি-কাঠমান্ডু বাস পরিষেবা। একটি বাস আটকে রয়েছে নেপালেই।
এদিকে ওলির পদত্যাগের পর ফের রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় উদ্বেগ জানিয়েছেন নেপালেরই বিভিন্ন অংশ।
নাগরিক মঞ্চ ‘বৃহৎ নাগরিক আন্দোলন’ বৃহস্পতিবারই বিবৃতিতে বলে যে ‘কমবয়সীদের আন্দোলনে নিহতদের ঘিরে আবেগ তীব্র রয়েছে দেশে। এই আবেগকে ব্যবহার করে সামরিক বাহিনীর মধ্যস্থতায় রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে নেপালে। এই ধরনের প্রয়াস কোনোভাবেই সমর্থন করা যায় না।
এই মঞ্চের বক্তব্য, সংবিধানের রক্ষক হিসেবে রাষ্ট্রপতিকেই নবীন অংশের দাবি পূরণ করার পথ খুঁজে বের করতে হবে।
Sushila Karki
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে সুশীলা কারকি শপথ নিতে পারেন আজ রাতেই
×
Comments :0