TMC worker slap's a common people

মন্ত্রীর সামনে সাধারণ গ্রামবাসীকে চড় তৃণমূল কর্মীর

রাজ্য

তৃণমূল কর্মীর হাতে চড় খেলেন গ্রামের সাধারণ মানুষ

প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও রাস্তা তৈরি হয়নি। সেই কথা রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষের সামনে সেই কথা জানাতে গেলে স্থানীয় তৃণমূল কর্মীর কাছে চড় খেলেন একজন গ্রামবাসী। মন্ত্রী তা বসে বসে দেখলেন।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে শনিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় যান রাজ্যের খাদ্য মন্ত্রী। সেখানে স্থানীয় একজন গ্রামবাসী তাকে জানান যে ভোটের সময় শাসক দলের পক্ষ থেকে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও পঞ্চায়েত তা করেনি। ওই গ্রামবাসী এই কথা বলার সাথে সাথে তার দিকে তেড়ে আসেন স্থানীয় এক তৃণমূল কর্মী। মন্ত্রীর সামনেই তার গালে কোষিয়ে চড় মারেন। আক্রান্ত যুবকের নাম সাগর বিশ্বাস। গোটা ঘটনায় স্থম্বিত হয়ে যান উপস্থিত সাধারণ মানুষজন। তারা কিছু বুঝে ওঠার আগেই ওই তৃণমূল কর্মী কার্যত হুমকি দিয়ে বলেন, ‘‘তোদের এই সব বলতে এখানে ডেকেছি।’’ 

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে উপস্থিত এক গ্রামবাসী জানিয়েছেন, ‘‘যখন এই ঘটনা ঘটে তখন মন্ত্রী সেখানে বসা। তিনি কোন প্রতিবাদ করেননি। এমনকি যাকে মারা হয়েছে তার সাথে কোন কথাও বলেননি।’’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন