Tamil Nadu stampede

তামিলনাড়ুর পদপিষ্টের ঘটনায় আর্থিক সাহাজ্যের ঘোষণা বিজয়ের

জাতীয়

শনিবারকারুরে অভিনেতা তথা রাজনীতিক, ‘থলপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জন আহত হয়েছেন। তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব পি সেন্থিল কুমারের সাংবাদিকদের জানিয়েন, নিহতদের মধ্যে ১৭ জন মহিলা, ১৩ জন পুরুষ এবং নয়জন শিশুও রয়েছে।
রবিবার অভিনেতা তথা রাজনীতিক, ‘থলপতি’ বিজয় তাঁর সমাবেশে পদপিষ্ট হয়ে নিহত ৩৯ জনের প্রত্যেকের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে তার দল এই দুর্ঘটনায় আহত প্রায় ১০০ জনকে ২ লক্ষ টাকাও দেবে। ৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিবিদ তাঁর দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে তিনি শোকে অভিভূত। ‘‘আমার হৃদয়ের যন্ত্রণা প্রকাশ করার জন্য আমার কাছে ভাষা নেই। আমার চোখ এবং মন দুঃখে ছেয়ে গেছে। প্রিয়জনদের হারানোর শোক প্রকাশকারী আপনাদের প্রতি আমি অবর্ণনীয় বেদনার সাথে আমার গভীর সমবেদনা জানাচ্ছি, একই সাথে আমি আপনাদের হৃদয়ের খুব কাছে দাঁড়িয়ে এই অপরিসীম দুঃখ ভাগ করে নিচ্ছি। প্রিয়জনদের হারানো পরিবারকে ২০ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন এবং চিকিৎসা চলছে তাদের ২ লক্ষ টাকা প্রদান করার ইচ্ছা পোষণ করছি।
তামিলনাড়ুর পদপিষ্টের ঘটনায় পুলিশ বিজয়ের সদ্যগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যার মধ্যে বাসসি এন আনন্দ (সাধারণ সম্পাদক), সি টি নির্মল কুমার (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং টিভিকে করুর উত্তর জেলা সম্পাদক মাথিয়াঝাগানও রয়েছেন। 
এদিন সাত সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন পদপিষ্টে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি আহতদের সঙ্গেও দেখা করতে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্ট্যলিন বলেন, ‘‘এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর মিলেছে। মর্মান্তিক ঘটনা, এই ঘটনা ইতিহাসে কোনও রাজনৈতিক সভায় হয়নি। এত মানুষের প্রাণ আগে যায়নি। এখনও পর্যন্ত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আরও ৫১ জন আইসিইউতে। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।’’  তিনি বলেন, ‘‘এই ঘটনার জন্য যারা দায়ী তাঁদের শাস্তির ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছনেন তিনি। এই পদপিষ্টের ঘটনার কারণ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
পদপিষ্টের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, গ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান সহ অনেকেই। বিজয়ন তাঁর অফিস থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন যে তামিলনাড়ুর সমাবেশে বেশ কয়েকজনের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। তিনি মৃত্যুর জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়োজনে সহায়তার প্রস্তাব দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment