Tea Garden Bonus

ঘোষণা সত্বেও মেলেনি বোনাস বিক্ষোভ শিলিগুড়ির চা শ্রমিকদের

রাজ্য জেলা

উৎসবের মুখেও বোনাস নিয়ে জট কাটেনি। বাড়ছে শ্রমিক অসন্তোষ। তরাইয়ের নকশালবাড়ি চা বাগানের পর শনিবার ন্যায্য ও সম্মানজনক বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল হলেন। শনিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির থানঝোরা চা বাগানে ২০ শতাংশ বোনাসের দাবিতে বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। ২০ শতাংশ হারে বাগিচা শ্রমিকদের উৎসব ভাতা ঘোষণা করেছে সরকার। সরকারি ঘোষণা সত্ত্বেও ২০ শতাংশ বোনাস দেওয়া নিয়ে বাগান কর্তৃপক্ষ টালবাহানা করে চলেছে। মহালয়ার আগেও বোনাস হাতে না পাওয়ায় এদিন সকাল থেকেই দফায় দফায় থানঝোরা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। 
শ্রমিকদের অভিযোগ, বাগান মালিকপক্ষ সেপ্টেম্বর মাসের ১৫তারিখে বোনাস দেবে বলে আশ্বস্ত করেছিলো। কিন্তু আরো পাঁচদিন পেরিয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার পরেও বোনাস দেয়নি কর্তৃপক্ষ। বোনাস নিয়ে কোন উচ্চবাচ্যই করছে না মালিকপক্ষ। বাগানের শ্রমিকদের মজুরিও বকেয়া পড়ে রয়েছে। এই অবস্থায় কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তাঁরা। এদিন ক্ষোভে ফেটে পড়েন বাগানের শ্রমিকরা। শ্রমজীবি মানুষের দাবি একটাই ন্যায্য ও সম্মানজনক হারে উৎসবকালীন ভাতা এক কিস্তিতে আগামী দুই দিনের মধ্যে দিতে হবে। তা না হলে বাগান অচল করে দিতে বাধ্য হবেন তাঁরা। এদিন সারাদিন থানঝোরা বাগানে শ্রমিক বিক্ষোভ চলেছে। কিন্তু বিক্ষোভ চললেও বাগান কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি। বকেয়া মজুরি ও পূজো বোনাস না পেয়ে চরম সমস্যার মধ্যে পড়েছেন থানঝোরা চা বাগানের শ্রমিকরা। 

Comments :0

Login to leave a comment