ভয়াবহ বাস দুর্ঘটনা রথতলা মোড়ে। বাসের ধাক্কায় প্রাণ হারালেন ট্রাফিক কর্মী সঞ্জয় দাস। রথতলার মোড়ে বাসের চাকায় পিষ্ট হন তিনি। বিশেষভাবে সক্ষম এই ট্রাফিক কর্মী প্রায় ত্রিশ বছর বিটি রোডের দায়িত্ব সামলাচ্ছিলেন।
একটি বেসরকারি সংস্থার বাস বেলঘরিয়া জেনিথ হাসপাতালের সামনে থেকে রথতলা মোড় হয়ে বারাকপুরের দিকে যাচ্ছিল। আর সেই সময় রথতলা মোড়ে সঞ্জয় দাসকে আচমকাই ধাক্কা দেয় বাসটি। ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেলে বাসের চাকায় পিষে যান তিনি। জানা গিয়েছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন।
কামারহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা সঞ্জয় দাস। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত এলাকাবাসী। ট্রাফিকের আধিকারিকরাও ছুটে আসেন ঘটনাস্থলে। বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। বেলঘরিয়া থানার পুলিশ চালক শিব হালদারকে আটক করে। বাসটিও থানায় নিয়ে যায় পুলিশ।
ACCIDENT BT ROAD
বিটি রোডে বাসের ধাক্কায় মৃত্যু ট্রাফিক কর্মীর

×
মন্তব্যসমূহ :0