Xi Trump

বিপাক কাটাতে শি-কে ফোন ট্রাম্পের, যাচ্ছেন চীন সফরেও

আন্তর্জাতিক

শুল্ক যুদ্ধে নেমে যথেষ্ট বিপাকেই রয়েছে। ক্ষোভ রয়েছে দেশের মধ্যেই। চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙের সঙ্গে কথা বললেন সে কারণেই। টেলিফোনে বার্তালাপকে ‘খুবই কাজের’ বলে ঘোষণাও করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। 
ট্রাম্প বললেন, ২০২৬’র গোড়াতেই যাবেন চীনে। ট্রাম্প বলেছেন, দু’পক্ষে বহু বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে রয়েছে বাণিজ্য, নেশার দ্রব্য পাচার, ইউক্রেন যুদ্ধও।
ট্রুথ সোশালে ট্রাম্প বলেছেন যে বোঝাপড়া হয়েছে টিকটক নিয়েও। ট্রাম্পের দাবি, শি নিজেই এ বছরের শেষে দক্ষিণ কোরিয়ায় এপিইসি শীর্ষ বৈঠকের মাঝে তাঁর সঙ্গে একান্ত সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন। 
ট্রাম্পের শুল্কনীতিতে দমে যায়নি চীন। পালটা আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকার পণ্যে। বিপদে পড়েছে আমেরিকার বহু নির্মাতা সংস্থাই। কিন্তু সবচেয়ে সঙ্গিন অবস্থা দেশের ভুট্টা এবং সয়াবিন কৃষকদের। এরাই ভোটে ট্রাম্পের বড় ভরসা। কিন্তু এই দুই কৃষিপণ্যেরই বড় ক্রেতা ছিল চীন। শুল্কের ঠেলায় পণ্য বিক্রি আটকে গিয়েছে। (আরও পড়ুন: শুল্কনীতি সঙ্কটে ফেলেছে আমেরিকার কৃষকদেরই, বিপাকে ট্রাম্প)
তার ওপর সরঞ্জাম আমদানিতে খরচ বেড়েছে ট্রাম্পের শুল্ক নীতিতেই। 
এদিকে ট্রাম্পের মেয়াদে আমেরিকায় আইন করে বলা হয়েছে টিকটকের মতো বিদেশি অ্যাপের মার্কিন শাখার মালিকানা আমেরিকানের হাতেই থাকবে। আমেরিকায় রয়েছে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী।

Comments :0

Login to leave a comment