মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়াররের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। যার জেরে বৃষ্টিপাত হচ্ছে উত্তরের জেলা গুলিতে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহের প্রথম দিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হতে পারে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা যুক্ত বায়ু প্রবেশের ফলে তীব্র অস্বস্তি অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহে ফের বঙ্গোপসাগরের উপরে নিন্মচাপ সৃষ্টি হতে পারে।
উত্তরের জেলা গুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করে হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি দার্জিলিঙ কালিংপঙ ও আলিপুরদুয়ার এই হার জেলায় বৃষ্টিপাতের পরিমান বেশি থাকবে। আগামী শুক্রবার থাকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
দক্ষিণ বঙ্গে আবহাওয়ায় মূলত শুস্ক আবহাওয়া রয়েছে। কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বেশ কিছু দিন। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে।
Comments :0