NEP vs WI

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল নেপাল

খেলা

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল নেপাল। দ্বিতীয় টি-২০ ম্যাচে তারা জিতে গেল ৯০ রানে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জানিয়ে দিল নেপাল তৈরি।
উইকেট রক্ষক আসিফ শেখ (অপরাজিত ৬৮) ও সন্দীপ জোরা (৬৩) মাত্র ৬৬ বলে ১০০ রান যোগ করেন চতুর্থ উইকেটে। নেপাল ৬ উইকেটে তোলে ১৭৩। ক্যারিবিয়ান দলের পক্ষে আকিল হোসেন ও কাইল মেয়ার্স ২টি করে উইকেট নেন।
এরপর ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৮৩ রানে ইনিংস শেষ করে। জেসন হোল্ডার (২১) ছাড়া কেউ কুড়ির ঘরে রান করতে পারেনি। নেপালের হয়ে মহম্মদ আদিল আলম ২৪ রানে ৪ উইকেট পান। কুশল ভূর্তেল ১৬ রানে ৩ উইকেট নেন। এই জয়ের ফলে নেপাল তিন ম্যাচের সিরিজে ২-০’য় এগিয়ে গেল।

Comments :0

Login to leave a comment