ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য খট্টিমারি এলাকায় বন্য শূকরের হামলায় জখম হলেন ৯ জন গ্রামবাসী। শুক্রবার সকালবেলায় ঘটে এই ঘটনাটি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
টানা অতি ভারী বর্ষণে ডুয়ার্সের বিস্তীর্ণ বনাঞ্চল এখন জলমগ্ন। আশ্রয়ের সন্ধানে জঙ্গল থেকে বন্যপ্রাণীরা প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে পড়ছে। এদিন মধ্য খট্টিমারির কয়েকজন মহিলা মাঠে মাটি কাটার কাজ করছিলেন, সেই সময় আচমকা এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে বন্য শূকর। তাঁকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আক্রান্ত হন। পরে একই শূকর মধ্য ডাউকিমারি এলাকায় ঢুকে পাঁচজনকে আহত করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্কর। পুলিশের গাড়িতে আহতদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর অবজারভেশনে রাখা হয়েছে, এবং ৩ জনকে জলপাইগুড়ি মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। বনদপ্তরের পক্ষ থেকে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং নেট ফেলে বা প্রয়োজনে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে শুয়োরটিকে আটক করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বন্য শূকরের এই আকস্মিক হামলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্য খট্টিমারি ও ডাউকিমারি এলাকায়।
Dhupguri
ধূপগুড়িতে বন্য শূকরের তাণ্ডব, আহত ৯
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0