৩০ ওভারে ভারত ১৭২/৩। আউট হলেন জেমিমা রডরিগজ ২৪ রান (৩৭) করে। এর আগে শেফালি ভার্মা ৮৭ রান (৭৮) করে। খেলছেন হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা।
১৭.৪ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেট হারিয়ে ১০৪। স্মৃতি মন্ধানা ৫৮ বলে ৪৫ রান করে আউট। শেফালি ভার্মা ৪৯ বলে ৫০ রান করে অপরাজিত। স্মৃতি ৬টি চার মেরেছেন। শেফালি ৫টি চার এবং ১টি ছয় মেরেছেন। ব্যাটিংয়ে নেমেছেন জেমিমা রডরিগজ। ওপেনিং জুটিতে স্মৃতি এবং শেফালি ১০৪ রান তোলেন।
ফাইনালে ব্যাট করতে নামেন স্মৃতি মান্ধানা ও শেফালী ভার্মা। রবিবার ভারতের মহিলা একদিনের বিশ্বকাপের্ ফাইনাল ম্যাচ শুরু হলো মুম্বাইয়ের দোয়ায় পাটিল স্টেডিয়ামে । তাই নিয়ে ভারতের সর্বত্র উত্তেজনা তুঙ্গে। তবে সেই উত্তেজনায় কি একটু স্তিমিত করবে বৃষ্টি?
বিকেল ৩টে থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা পিছিয়ে যায়।সাড়ে ৪টে নাগাদ আম্পায়ারের উপস্থিতিতে হয় টস। টসে জিতে সাউথ আফ্রিকা প্রথমে ফিলডিং করার সিদ্ধান্ত নিয়েছে। বিকেল ৫টা শুরু হয় খেলা।প্রথমেই ব্যাট হাতে নামেন স্মৃতি মান্ধানা এবং শেফালী ভার্মা।দ্বিতীয় ওভারের প্রথম বলেই শেফালী একটি সুন্দর ৪ রান উপহার দিলেন ক্রিকেটপ্রেমীদের।
Comments :0