কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে কোন কথা শোনাই গেলো না তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক ব্যানার্জির মুখে। তৃণমূল সাংসদের মুখে শুধু শোনা গেলো এসআইআরের কথা, ১০০ দিনের টাকার কথা।
তিনি বলেন, ‘আমরা ১০০ দিনের কার্ডহোল্ডারদের জন্য লড়াই করেছি। আমরা দিল্লি থেকে টাকা আনতে পারিনি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ৬৯ লক্ষ জব কার্ডহোল্ডারের বকেয়া পাওয়া মিটিয়েছেন।’ 
অভিষেক বলেন, ‘আগে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করতো। এখন সরকার নিজেদের পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে। যদি ১০ জনের ভোটাধিকার বিজেপি সরকার কাড়তে চায়, তা হলে তৃণমূল ১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথ দখল করবে।’
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0