Nizamuddin

ক্যালিফোর্নিয়ায় ভারতীয়ের মৃত্যুতে জাতি বিদ্বেষের অভিযোগ

আন্তর্জাতিক

জাতি বিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ জানিয়েছিলেন কিছুদিন আগেই। সোশাল মিডিয়া পোস্টে লিখেছিলেন আমেরিকায় জাতি বিদ্বেষের কারণেই হেনস্তা করা হচ্ছে। তেলেঙ্গানার সেই মহম্মদ নিজামুদ্দিনের মৃত্যু হয়েছে আমেরিকার পুলিশের গুলিতে। 
তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন ত্রিশ বছরে নিজামুদ্দিন। বাড়ি তেলেঙ্গানা মেহবুবনগরে। ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি। 
কিছুদিন আগেই তাঁর সোশাল মিডিয়া পোস্টে একের পর এক বিদ্বেষের উল্লেখ ছিল। বলেছিলেন সহকর্মীদের একাংশ, সংস্থার আধিকারিকদের হাতেও হেনস্তা হতে হচ্ছে। 
পরিবারের অভিযোগ, নিজামুদ্দিনকে ন্যায্য পারিশ্রমিকও দেওয়া হয়নি। অন্যায়ভাবে তাঁকে ছাঁটাই করা হয়েছিল কাজ থেকে। 
পুলিশ যদিও অভিযোগগ করেছে যে হস্টেলে নিজের রুমমেটকে ছুরি নিয়ে আক্রমণ করেছিলেন নিজামুদ্দিন। সান্তা ক্লারার পুলিশের এই অভিযোগের পর নিহত যুবকের পরিবারের দাবি ঘটনার বিশদ তদন্ত করতে হবে। 
ইপিএএম প্রযুক্তি সংযোগের মাধ্যমে গুগলকে পরিষেবা দিতেন নিজামুদ্দিন। এই সংস্থা গুগল ক্লাউডের সহযোগী। 
নিজামুদ্দিনের অভিযোগ, পরিষেবা দেওয়া হত যাদের তাদেরও একাংশ বৈরিমূলক আচরণ করত। নিজামুদ্দিন লিখেছিলেন, ‘আজ আমার সঙ্গে হচ্ছে। কাল যে কারও সঙ্গে হতে পারে এমন অন্যায়।’

Comments :0

Login to leave a comment