সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করলো ইন্ডিয়া। কাকে প্রার্থী করা হবে সেই বিষয় সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসে ইন্ডিয়া নেতৃত্ব। মঙ্গলবার সকালেও হয় বৈঠক। সেই বৈঠক থেকে চুড়ান্ত হলো প্রাক্তন বিচারপতির নাম। 
খাড়গে বলেন, ‘‘প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ। দীর্ঘ এবং সম্মানীয় আইনি কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারক হিসাবে, গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একনিষ্ঠ এবং সাহসী সমর্থক। তিনি বিভিন্ন ক্ষেত্রে দরিদ্র মানুষের পক্ষ নিয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন।’’
Vice President Election
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়ার প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0