বিহার বিধানসভা নির্বাচনের আগে লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সোমবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু, তার স্ত্রী রাবড়ি দেবী এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত।
আদালতের এই রায় সমানে আসার পর থেকেই বিহারে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আরজেডির দাবি রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করা হচ্ছে। যদিও লালু এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরাসরি কোন দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ ২০০৪ থেকে ২০০৯ লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন আইআরসিটিসি হোটেলের রক্ষণাবেক্ষণ চুক্তি বরাদ্দে দুর্নীতি হয়। অভিযোগ করা হয়েছে যে বিএনআর রাঁচি এবং বিএনআর পুরীর দুটি আইআরসিটিসি হোটেলের রক্ষণাবেক্ষণের চুক্তি সুজাতা হোটেলকে দেওয়া হয়েছিল। সিবিআই অভিযোগ করেছে যে এই চুক্তির বিনিময়ে লালু যাদব একটি বেনামী কোম্পানির মাধ্যমে তিন একর মূল্যবান জমি পেয়েছেন।
সিবিআই ২০১৭ সালে লালু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সিবিআই দিল্লির আদালতে জানায় যে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য রয়েছে। লালু যাদবের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে কোনও তথ্য নেই এবং টেন্ডার গুলি নির্দিষ্ট ভাবে দেওয়া হয়েছিল।
Comments :0