২ অক্টোবরের পর ঘোষণা হতে পারে বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। সূত্রের খবর এবার দুই দফায় হতে পারে নির্বাচন। গত বিধানসভা নির্বাচনে তিন দফায় ভোট হয়েছিল বিহারে। সূত্রের খবর ছট পুজোর পর নির্বাচন হতে পারে বিহারে।
২২ নভেম্বর শেষ হচ্ছে বিহার বিধানসভার মেয়াদ। জানা গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সহ দুজন নির্বাচন কমিশনার শীঘ্র বিহারে যেতে পারেন নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখার জন্য।
এবারের বিধানসভা নির্বাচনে বিহারে ইন্ডিয়া মঞ্চের সাথে সরাসরি লড়াই হবে এনডিএ জোটের। বিধানসভা নির্বাচনের আগে থেকেই এসআইআর নিয়ে বিহারের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত।
গত ২৪ জুন বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর এর শুরু করেছে। কমিশনের নোটিশে বলা হয়েছে ২০০৩ সালের পর থেকে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাবা মায়ের জন্মশংসাপত্র পত্র একাধিক নথি জমা দিতে হবে। তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। বিরোধীদের দাবি কোন আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি ঘুর পথে এনআরসির কাজ করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো। মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এসআইআরের বিরোধীতায় রাজ্য জুড়ে পদযাত্রা করেছে ইন্ডিয়া। পদযাত্রায় ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব সহ বামপন্থী নেতৃত্ব।
উল্লেখ্য ২০২০’র বিধানসভা নির্বাচনে এনডিএ পায় ১২৫টি আসন, বিরোধীরা পায় ১১০। মাঝ পথে বিজেপির হাত ছেড়ে আরজেডি, কংগ্রেস এবং বামপন্থীদের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করেন নীতিশ কুমার। তারপর ফের লোকসভা নির্বাচনের আগে সেই জোট ভেঙে বিজেপির সাথে জোট করে সরকার গঠন করে।
Bihar
বিহারে দুই দফায় হতে পারে নির্বাচন

×
Comments :0