IIT Kharagpur

ফের ছাত্রের দেহ আইআইটি খড়গপুরে, চলতি বছরে পঞ্চম

রাজ্য

আইআইটি খড়গপুরে ফের মৃত্যু ছাত্রের। শনিবার এক গবেষক ছাত্রের দেহ মেলে আইআইটি খড়গপুর ক্যাম্পাসের হস্টেলে। 
পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছে যে মৃত ছাত্রের নাম হর্ষ কুমার পাণ্ডে। বয়স ২৭। চলতি বছরে এই ক্যাম্পাসে এই নিয়ে ৫ ছাত্রের দেহ মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আত্মহত্যা করেছেন ওই ছাত্র। 
হর্ষ কুমার পাণ্ডের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগো গবেষক ছিলেন তিনি। 
সূত্রের খবর, হর্ষ পাণ্ডের বাবা সন্তানকে বারবার ফোনে না পেয়ে আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ। তারপরই খোঁজাখঁজি শুরু হয়। দেখা যায় হর্ষের ঘরের দরকা ভেতর থেকে বন্ধ। বিআর আম্বেদকর হলে তাঁর হস্টেলের ঘরের ভেতর থেকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
চলতি বছরেই সুপ্রিম কোর্ট নিযুক্ত টাস্ক ফোর্স ক্যাম্পাসে ঘুরে গিয়েছিল। পরপর ছাত্রদের দেহ মিলেছে এই ক্যাম্পাস থেকে।

Comments :0

Login to leave a comment