বাংলা ও বাঙালি অস্মিতায় রোজ হাওয়া দিচ্ছে শাসক দল। ভোটের রাজনীতির জন্য নতুন ফন্দি তাদের। কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদাহানি হলে তাঁদের টিকি পাওয়া যায় না। ঢাকুরিয়ার বাবুবাগানে স্বাধীনতা সংগ্রামী শহীদ তারকেশ্বর সেনের আবক্ষ মূর্তি সরিয়ে ফেলা হচ্ছে স্থান সংকুলানের সমস্যার কারণ দেখিয়ে।
ঘটনাক্রমে ক্ষোভ জানিয়েছেন তারকেশ্বর সেনের ভ্রাতুষ্পুত্র পরিমল সেনগুপ্ত। তাঁর অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা আবক্ষ মূর্তি আগের জায়গায় রাখতে বাধা দিচ্ছেন।
তারকেশ্বর সেন এবং সন্তোষ কুমার মিত্রকে ১৯৩১ সালে হিজলি জেলে গুলি করে হত্যা করে ব্রিটিশ সরকারের পুলিশ। এই দুই স্বাধীনতা সংগ্রামী শহীদের মৃত্যু বরণ করেন। তাঁদের নামে কলকাতার দুই প্রান্তে দু’টি স্মৃতি উদ্যানও আছে। একটি মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে, অন্যটি ঢাকুরিয়ায়, নাম তারকেশ্বর সেন স্মৃতি উদ্যান। সেই উদ্যানের মধ্যেই আবক্ষ মূর্তি ছিল তাঁর।
পরিমল সেনগুপ্ত বলেছেন, চার বছর আগে সেই উদ্যানে একটি জলাধার করার জন্য মূর্তিটি সরানো হয়েছিল। জলাধারের প্রথম অংশের কাজ শেষ হয়েছে এবং পরিষেবা শুরু হয়েছে। দ্বিতীয় অংশের কাজও শেষ হয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর ও সিপিআই নেত্রী মধুছন্দা দেব বলেছিলেন একসঙ্গে আবক্ষ মূর্তি ও দ্বিতীয় অংশের জলাধারের উদ্বোধন হবে। কিন্তু তৃণমূলের বাধায় তা হয়নি।
অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর, তারকেশ্বর সেনের প্রয়াণ দিবসে, যথোচিত মর্যাদায় স্মরণ করা হয় এই স্বাধীনতা সংগ্রামীকে। মধুছন্দা দেবের উদ্যোগে ওই দিনটি পালন করা হয়। সেদিন মূর্তিটি, প্রাথমিক ভাবে, আগের জায়গায় রাখা হয়। কিন্তু বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব পুজো ওই উদ্যানেই হয়। গত ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ওই পুজো উদ্বোধনে আসেন। তখন ওই মূর্তিটি সরিয়ে ফেলা হয়।
স্থানীয়দের উদ্যোক্তারা জানান, বহু মানুষ এখান থেকে যাতায়াত করবেন। তাঁদের স্থান সংকুলানের সমস্যা হতে পারে। তাই মূর্তির স্থান হয়নি।
স্থানীয়দের অনেকেরই ক্ষোভ, মুখ্যমন্ত্রী আসবেন বলে স্বাধীনতা সংগ্রামীর মূর্তি সরানো অত্যন্ত নিন্দাজনক। উদ্যোক্তারা এই ঘটনার দায় ঠিকাদারদের উপর চাপিয়ে দেন। যদিও এই যুক্তি খুব গ্রহণযোগ্য বলে মনে হয় না।
উদ্যোক্তারা বলেছেন, পুজোর পরে আবার মূর্তি উদ্যানের ভেতর রাখা হবে। কিন্তু পরিমল সেনগুপ্তের দাবি, উদ্যানের বাইরে, গোড়ায় মূর্তিটি যেখানে ছিল সেখানেই যেন রাখা হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামীদের অবদান আরও বেশি করে তুলে ধরার দরকার আজ। এই সময়েই এভাবে জায়গা বদলানো অত্যন্ত দুর্ভাগ্যজনক।
Tarakeshwar Sen
মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনে সরানো হলো স্বাধীনতা সংগ্রামীর মূর্তি, ক্ষোভ ঢাকুরিয়ায়

×
Comments :0