Calcutta University

পরীক্ষার দিন বদল করা হবে না সিন্ডিকেটের বৈঠকের পর জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

রাজ্য

নির্ধারিত দিনই অর্থাৎ ২৮ আগস্টই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা। সিন্ডিকেটের বৈঠকের পর জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৮ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি বদলানোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কর্মসূচি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মেয়ো রোডে তারা সমাবেশ করবে। বক্তা মমতা ব্যানার্জি। সেই দিন সূচি অনুযায়ী পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। টিএমসিপির দাবি পরীক্ষার পিছিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তাদের কথায় সেদিন সূচি অনুযায়ী পরীক্ষা হলে সমস্যায় পড়বেন পড়ুয়ারা। পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে টিএমসিপি’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয় যাতে ওই দিন পরীক্ষা বাতিল করা হয়।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় তার কেলেন্ডার মেনে পরীক্ষার দিন ঠিক করেছে। কার কবে প্রতিষ্ঠা দিবস তা মাথায় রেখে পরীক্ষার দিন ঠিক করা হয় না।’ তিনি আরও জানান সরকারের প্রতিনিধির কাছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যাতে ওই দিন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকে। উপাচার্য জানান এদিন সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে চাপ দেওয়া হয় যাতে পরীক্ষার দিন বদল করা হয়। কিন্তু সেই কথা তারা মানেননি।
প্রথমেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, শাসক দলের ছাত্র সংগঠনের এই আবেদন মানা হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘পরীক্ষার সূচি ঠিক হয় নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখে। সরকারি ছুটি বাদ দিয়ে পরীক্ষার দিন ধার্য করা হয়। কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মসূচির জন্য কেন পরীক্ষা বাতিল করা হবে? এর পর তো সব ছাত্র সংগঠন দাবি জানাতে পারে যে তাদের কর্মসূচি আছে বলে পরীক্ষার দিন বদল করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধীকার আছে সেটাকে মান্যতা দেওয়া উচিত।’

Comments :0

Login to leave a comment