জনগণনার সঙ্গে জাতভিত্তিক গণনাও হবে বলে জানালো কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে, পরপর, বৈঠক হয় সুরক্ষা বিষয়ক কমিটি এবং রাজনীতি বিষয়ক কমিটির। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে পাকিস্তানের তরফ থেকে হামলার আশঙ্কা প্রচার করা হয়।
বৈঠকের পর বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে জনগণনার সঙ্গে হবে জাতভিত্তিক বিন্যাসেরও গণনা।
উল্লেখ্য, শেষ জনগণনা হয়েছে ২০১১-তে। প্রতি দশ বছর অন্তর হয় জনগণনা। এবার কোভিড পরিস্থিতির কারণ দেখিয়ে জনগণনা পিছানো হয়। পরিস্থিতি স্বাভাবিক হলেও জনগণনা করেনি নরেন্দ্র মোদী সরকার। ২০১৯’র নির্বাচনের আগে বিরোধী দলগুলির মঞ্চ নির্দিষ্টভাবে জনগণনা এবং জাতভিত্তিক গণনার দাবি তোলে। জনগণনা পিছিয়ে যাওয়ায় বিভিন্ন অংশ কেন্দ্রীয় এবং রাজ্যের প্রকল্পে আওতায় আসতে পারছে না।
বৈষ্ণব জনগণনার ঘোষণার পাশাপাশি বিরোধীদের আক্রমণ করতে সচেষ্ট ছিলেন। তিনি বলেছেন, স্বচ্ছতার সঙ্গে গণনা হবে। কংগ্রেস জনগণনার কাজে জাতভিত্তিক গণনা অতীতে করায়নি।
রাজনৈতিক মহলের বক্তব্য, নরেন্দ্র মোদী সরকারকে জাতভিত্তিক গণনার দাবি মানতে হয়েছে সামনে বিহারের নির্বাচন রয়েছে বলে। আরজেডি এবং বামপন্থীদের সমর্থনে পরিচালিত বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার জাতভিত্তিক সমীক্ষা ঘোষণা করে। সেই নীতীশের সমর্থনে এখন চলতে হচ্ছে নরেন্দ্র মোদীকে।
বৈষ্ণব বলেছেন, কয়েকটি রাজ্যে জাতভিত্তিক গণনা হয়েছে। তবে তার কয়েকটি রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে, ফলাফল নিয়েও সংশয় রয়েছে।
Caste Census
জনগণনার সঙ্গে জাতভিত্তিক হিসেবও, জানালো কেন্দ্র

×
Comments :0