বিহারের ফল ঘোষণার পর দিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসলো কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। খাড়গের বাসভবনে বৈঠকে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, অজয় মাকেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেণুগোপাল বলেন, ‘বিহারের ফল অপ্রত্যাশিত। শুধু কংগ্রেস নয় সবার কাছেই অপ্রত্যাশিত। ফলাফলের পর্যালোচনা করা হচ্ছে দলীয় স্তরে। নির্বাচন কমিশন এক তরফা ভাবে কাজ করছে। আমরা সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি। হরিয়ানা নির্বাচনের পর থেকেই আমরা দাবি করে আসছি নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। একাধিক প্রমাণ আমরা সামনে এনেছি। বিহারের ক্ষেত্রেও আমরা সেই ধরনের প্রমাণ সামনে আনবো।’
বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে এনডিএ। উল্লেখ্য, মুসলিম জনসংখ্যা বেশি এমন এলাকা সীমাঞ্চলে এআইএমআইএম ৫ আসনে এগিয়ে রয়েছে। কিন্তু সীমাঞ্চল সহ সংলগ্ন অঞ্চলে এনডিএ জোটের ফলও ভালো হয়েছে।
বিহারে প্রচারে এসে অনুপ্রবেশকে আশ্রয় করে টানা বিভাজনের প্রচার করেছেন বিজেপি’র দুই শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এসআইআর-এ বিরোধী সমর্থকদের বাদ দেওয়ার অভিযোগ ছিলই। বিজেপি নেতা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সরাসরি বিভাজনের প্রচার চালিয়েছেন। এই এলাকায় এনডিএ’র আসন জয়ের হারও বেশি।
সে কারণে মহিলা ভোটের পাশাপাশি বিভাজনের রাজনীতির প্রভাব বিহারের ভোটে পড়ার সম্ভাবনা দেখছে বড় অংশ। ২০২০’র ভোটে লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান এনডিএ জোটে ছিলেন না। এলজেপি প্রার্থী দিয়েছিল নীতীশ কুমারের জেডিইউ’র বিরুদ্ধেই। নীতীশকে কোণঠাসা করতে বিজেপি’র ঘুঁটি ছিল এলজেপি। এবার এলজেপি এবং উপেন্দ্র কুশওয়াহা দু’জনেই এনডিএ-তে ফিরে আসায় গতবারের তুলনায় এগিয়ে থাকার সম্ভাবনা এনডিএ’র ছিলই। উল্লেখ্য, ২০২৪ লোকসভায় ৫টি আসনে জয় পেয়েছিল লোক জনশক্তি পার্টি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন শুধুই মহিলাদের ১০ হাজার টাকা দেওয়া এনডিএ মূল চালিকশক্তি হয়নি, এর পিছনে রয়েছে মেরুকরণ ও বিভাজনের রাজনীতি। ধর্মীয় মেরুকরণের রাজনীতির পাশাপাশি জাত বিন্যাসকে সূক্ষ্মভাবে কাজে লাগিয়েছে এনডিএ। নীতীশের সমর্থকরাই বলেন যে তাঁদের প্রধান ভরসা মহিলা, অত্যন্ত পিছড়ে বর্গ বা ইবিসি এবং মহাদলিত। এই অংশ ফের সমর্থন জানিয়েছে।
বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের দাবি, মহিলা সব সব অংশে নীতীশ কুমারের পাশাপশি নরেন্দ্র মোদীর পরিকাঠামো উন্নয়নে উদ্যোগও ভোটে প্রভাব ফেলেছে।
এদিন গণনার গোড়া থেকেই এগিয়ে ছিল এনডিএ। মোকমায় জয়ী বাহুবলী প্রার্থী অনন্ত সিংহ। ভোটের সময়েই জনসূরয পার্টির এক নেতাকে খুনে অভিযুক্ত হয়ে তিনি জেলে।
তেজস্বী এবং মহাগঠবন্ধনের শরিক কংগ্রেস ও বামপন্থীরা প্রধান এজেন্ডা করেছিল শিক্ষা এবং কর্মসংস্থানকে। সামনে আনা হয় বেকারত্বের প্রশ্নকে। তেজস্বী বারবারই বলেছেন, বিহারের যুবসমাজ ভবিষ্যৎ নির্মাণের জন্য পরিবর্তন চেয়েছে। নির্বাচনী জনসভায় তেজস্বী সহ বিরোধী জোটের নেতাদের সভায় বেনজির জমায়েত লক্ষ্য করা গিয়েছিল। তেজস্বীকে ঘিরে উন্মাদনাও কারও নজর এড়ায়নি। তাঁর দলের আসনের হিসেবের সঙ্গে মাটির অভিজ্ঞতাকে মেলাতে পারছে না বহু অংশ।
Bihar Congress
বিহারের ফলাফলের পর বৈঠকে কংগ্রেস
×
Comments :0