Pakistan

অনুদানের আবেদন চেয়ে পাকিস্তানের পোস্ট ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক

ভারতীয় সেনার প্রত্যাঘাতে বেসামাল পাকিস্তান। এই পরিস্থিতিতে বিভিন্ন রাষ্ট্রের থেকে লোন চাইলো পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রকের পক্ষ থেকে এক্সহ্যান্ডেলে এই পোস্ট করা হয়েছে। যদিও পরে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এক্সহ্যান্ডেল হ্যাক করা হয়েছে।
পাকিস্তান অর্থমন্ত্রকের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বিপক্ষ (ভারতের) আক্রমণের মুখে পড়ে পাকিস্তান সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে অন্যান্য দেশ গুলোর কাছ থেকে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে।’
মুহুর্তে এই টুইট ভাইরাল হয়ে যায়। পরবর্তী সময় পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে, তারা এই ধরনের কোন পোস্ট করেনি। এক্সহ্যান্ডেল হ্যাক হয়েছে তা বন্ধ করার চেষ্টা চলছে। উল্লেখ্য বিশ্বের অন্যতম ঋণগ্রস্থ দেশ পাকিস্তান। আইএমএফের তথ্য অনুযায়ী তাদের কাছে পাকিস্তানের ঋণ ৮.৮ বিলিয়ন মার্কিন ডলার।
২২ এপ্রিম পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রথমে কুটনৈতিক আঘাতের পর সামরিক প্রত্যাঘাত করে ভারত। ৭ মে ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ওপর একের পর এক প্রত্যাঘাত নামিয়ে এনেছে ভারত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের ঘাঁটি।

Comments :0

Login to leave a comment