CPIM Polit Bureau

কলকাতায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ত্রাণ ও পুনর্বাসনেরও দাবি পলিট ব্যুরোর

জাতীয় রাজ্য

কলকাতায় জমা জল এবং ১০ জন নাগরিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে বিবৃতি দিল সিপিআই(এম) পলিটব্যুরো।

পলিটব্যুরো কলকাতা শহরে ভারী বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎস্পৃষ্ট এবং অন্যান্য দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। সিপিআই(এম) পলিটব্যুরো নিহতদের পরিবার গুলিকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তার সাথে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থার দাবিও জানিয়েছ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা শহর জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনা শুধুমাত্র বৃষ্টিপাতের ফলাফল নয়, তৃণমূল সরকারের পরিকল্পনার ব্যার্থতা এবং শহরের প্রাকৃতিক কাঠামো ধ্বংসের ফলাফল। তৃণমূল সরকার পরিকাঠামো এবং মানুষের উন্নয়নের বদলে নিজেদের মুনাফা এবং কায়েমি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।’

পলিটব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতার ক্রমবর্ধমান জমা জলের ঝুঁকি মোকাবেলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র উভয়েরই ব্যর্থতার আমরা তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। সৌন্দর্যায়নের নাম করে কর্পোরেট স্বার্থে ‘স্মার্ট সিটি’ প্রকল্প গুলিতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। অন্যদিকে নিকাশি ব্যবস্থার কোন উন্নতি করা হয়নি। জমা জল আটকে থাকছে। প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে হয়েছে, জলাভূমি ধ্বংস করা হয়েছে।

পলিটব্যুরো এই পরিস্থিতি মোকাবিলায় রেড ভলেন্টিয়াদের সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছে।

Comments :0

Login to leave a comment