Brinda Karat Howrah

অপরাধীরা মনে করছে রাজ্যের সরকার তাদের: হাওড়ায় বৃন্দা কারাত

জেলা

শনিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে হাওড়া ময়দানে বৃন্দা কারাত।

অপরাধের হার দেশের মধ্যে সামনের সারিতে। মহিলারা নির্যাতনের শিকার। অথচ অপরাধীদের শাস্তি হচ্ছে না। অপরাধীরা মনে করছে রাজ্য সরকার তাদের। 
শনিবার হাওড়া ময়দানে মহিলা সমাবেশে সর্বাত্মক প্রতিরোধের আহ্বানে একথা বলেছেন দেশের নারী আন্দোলনের প্রবীণ নেত্রী বৃন্দা কারাত। 
এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা ২৯ তম সম্মেলন উপলক্ষে হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের সামনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে বৃন্দা কারাত সহ বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ ও জেলা সম্পাদক দুলু দাস। সভাপতিত্ব করেন কেয়া দাস। 
সমাবেশে বৃন্দা কারাত বলেন, সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও মহিলাদের উপর নির্যাতন বেড়েই চলেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২৩ সালের রিপোর্টে বলা হয়েছে যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ। প্রথম তিনটি রাজ্যেই বিজেপি পরিচালিত সরকার। পশ্চিমবঙ্গে প্রতিদিন মহিলারা ধর্ষিত হচ্ছেন। 
তবু রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুত্ব না দিয়ে উপেক্ষা করছেন। 
কারাত বলেন, পশ্চিমবঙ্গে একশো জন অপরাধীর মধ্যে মাত্র পাঁচ জন অপরাধীর শাস্তি হচ্ছে। ফলে অপরাধীরা রাজ্য সরকারকে নিজেদের সরকার মনে করে জঘন্য কাজকর্ম করে চলেছে। 
বৃন্দা কারাত বলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেস রাজ্যকে লুট করার প্রতিযোগিতায় নেমেছে। মহিলা পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। মহিলারা কাজ না পেয়ে অন্য রাজ্যে যাচ্ছেন কাজের সন্ধানে। ১০০ দিনের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সেই সুযোগে দোষীদের শাস্তি না দিয়ে কাজ বন্ধ করেছে বিজেপি। তার ফলে কাজ হারিয়েছেন মহিলারাও। মহিলাদের একত্রিত করে জোরদার লড়াই আন্দোলন সংগঠিত করতে হবে। 
বিহারের ভোট প্রসঙ্গে তিনি বলেন, 
নির্বাচন কমিশনকে নিজেদের পক্ষে নিয়ে সমস্ত নিয়ম অমান্য করে ও নিয়ম বহির্ভূত টাকা খরচ করেই বিহারের নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি জোট। বিহারের নির্বাচনে  বিজেপির হয়ে কাজ করেছে নির্বাচন কমিশন। 
বৃন্দা কারাত বলেন, বিহারের নির্বাচনে সমস্ত আইন ভঙ্গ করেছে বিজেপি। সমস্ত কিছু জানা সত্ত্বেও দেশের নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। 
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা ২৯ তম সম্মেলন শনিবার অভয়া মঞ্চ ও ইলা মিত্র নগরে (মারিয়াস ডে স্কুল, হাওড়া ময়দান) শুরু হয়। প্রকাশ্য সমাবেশের পর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ। রবিবার পর্যন্ত সম্মেলন চলবে। 


কনীনিকা ঘোষ বলেন সারা দেশে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে বিজেপি। দেশের মানুষকে দেশপ্রেম শেখানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। অথচ স্বাধীনতা আন্দোলনে কোন ভূমিকা ছিল না আরএসএস ও বিজেপির। 
কনীনিকা ঘোষ বলেন, আরএসএস এবং বিজেপি’র দেখানো পথেই চলছে তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যে প্রতিনিয়ত বাল্য বিবাহের সংখ্যা বাড়ছে। এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান তিনি।

Comments :0

Login to leave a comment