সুপ্রিম কোর্টে শেষ হলো ডিএ মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রায় না দিলেও জানিয়েছে কোন পক্ষের এই মামলা সংক্রান্ত কিছু বলার থাকলে তা লিখিত আকারে আদালতের কাছে জমা দেওয়ার জন্য।
প্রায় তিন বছর ধরে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএ’র দাবিতে সরকারের বিরুদ্ধে মামলা করেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই মামলায় নির্দেশ দেওয়া হয় সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার জন্য এবং কেন্দ্রীয় হারে তা দেওয়ার। কিন্তু সেই রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সরকারের যুক্তি ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। উল্লেখ্য ২০০৯ সালের বামফ্রন্ট সরকারের যেই আইন সেখানে স্পষ্ট ভাবেই বলা রয়েছে ডিএ সরকারি কর্মীদের অধিকার। তৃণমূল সরকার সেই আইনকে মান্যতা দিতে চায়নি।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয় বকেয়া ডিএ’র ২৫ শতাংশ সরকারি কর্মীদের দেওয়ার জন্য। আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় আর্থীক সমস্যার কারণে তাদের পক্ষে বিপুল ব্যায় করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের কাছে সময় চায় রাজ্য।
এবার মামলার শুনানি শেষ হয়েছে, এখন রায়ের অপেক্ষায় সবাই।
DA Supreme Court
সুপ্রিম কোর্টে শেষ ডিএ শুনানি

×
মন্তব্যসমূহ :0