Elephant Purulia

ঘুমপাড়ানি গুলিতে কাবু দলছুট হাতি, স্বস্তি পুরুলিয়ায়

জেলা

অবশেষে দলছুট হাতিটিকে ঘুম পাড়ানি গুলিতে কাবু করলো বনদপ্তরের কর্মীরা। বর্তমানে হাতিটিকে বনদপ্তরের অধীনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোন জঙ্গলে হাতিটিকে ছাড়া হবে সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। যে জায়গায় হাতিটি দুদিন ধরে দাপিয়ে বেড়িয়েছে সেই অঞ্চলে অতীতে বিশেষ হাতি আসেনি। রবিবার সকালে পুঞ্চা থানার দলহা গ্রামের অদূরে ওই দলছুট হাতির আক্রমণে নিহত হয়েছিল বাহাদুর মাহাতো নামে এক ব্যক্তি। তারপরে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।
শনিবার রাতে ওই হাতিটি হুড়া থানার কালিয়াবাসা হয়ে পুরুলিয়া কংসাবতী বিভাগের রেঞ্জের মধ্যে ঢুকে পড়ে। সেখান থেকে মধ্যরাতে বনদপ্তরের পুঞ্চা রেঞ্জে প্রবেশ করে। রবিবার ভোরে পুঞ্চার দলহা গ্রামে পৌঁছেছিল।  সেই সময় ওই হাতির সামনে পড়ে যায় বাহাদুর মাহাতো নামে এক ব্যক্তি। তাকে লাথি মেরে আছাড় মারে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। ঘটনার পরেই হাতিটি কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার ১ রেঞ্জের জিতুজুড়ি গ্রামের অদূরে শালদহির জঙ্গলে আশ্রয় নিয়েছিল। পুরুলিয়া সহ ভিন জেলা থেকে নিয়ে আসা বনকর্মীদের নিয়ে মোট চারটি দল সেই জঙ্গলে ঢুকেছিল। প্রায় চার ঘন্টার চেষ্টায় ঘুম পারানি গুলি ছুঁড়ে হাতিটিকে কাবু করে বন দপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া থেকে একটি এবং বর্ধমান থেকে দুটি ট্রাঙ্কুলাইজার টিমকে নিয়ে আসা হয়েছিল।প্রথম বা লক্ষ্যচ্যুত হলেও দ্বিতীয়বারে লক্ষ্যভেদ করেন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলিতে কাবু করার পর হাতিটিকে লরিতে চাপিয়ে ঝাড়গ্রামে  নিয়ে যাওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment