Vice President Election

লড়াই মতাদর্শগত, মনোনয়নের আগে বললেন বি সুদর্শন রেড্ডি

জাতীয়

ছবি পিটিআই

বৃহস্পতিবার ‘ইন্ডিয়া’ ব্লকের নেতাদের সাথে নিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ‘ইন্ডিয়া’ ব্লকের প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেড্ডি বলেন, ‘এই লড়াই মতাদর্শগত লড়াই। নির্বাচনে সংখ্যা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আশাবাদী।’
উল্লেখ্য উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, যিনি আরএসএসের ঘরের লোক। অপর দিকে বিরোধীদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। কর্মজীবনের সংবিধান এবং সামাজিক ন্যায়কে বিবেচনা করে একাধিক রায় তিনি দিয়েছেন। 
জগদীপ ধনখড়ের পদত্যাগের ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ আগস্ট।  রবিবার বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেন।

Comments :0

Login to leave a comment