ময়নাগুড়ির দেবিনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালো। স্থানীয় একটি ক্লাবের সামনের বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান,শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় রান্নার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তার জেরে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। শিখা ছড়িয়ে পড়ে পাশের দু’টি বাড়িতেও।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত হয় ৩টি বাড়ি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশও।
যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে দেবিনগর এলাকায় ব্যাপক ভিড় জমে যায়।
Maynaguri Fire
ময়নাগুড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে পুড়ল ৩টি বাড়ি

×
Comments :0