ভয়ঙ্কর তিন ঘন্টার টানাপোড়েনের শেষে পুলিশের গুলিতে নিহত রোহিত আর্য। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পুলিশকে সাবাস জানিয়ে বলেছেন ‘পরিচ্ছন্ন অপারেশন’। 
কিন্তু সত্যিই কতটা ‘পরিচ্ছন্ন’ ফড়নবিশের প্রশাসন রোহিত আর্যের মৃত্যু সে প্রশ্ন তুলেছে।  
১৭ শিশু সহ ১৯ জনকে মুম্বাইয়ের আরএ স্টুডিওতে পণবন্দি করে প্রশ্নের জবাব চাইতে ভিডিও-তে মুখোমুখি বসানোর দাবি তুলেছিলেন। হুমকি দেন যে দাবি মানা না হলে পুড়িয়ে দেওয়া হবে স্টুডিও। 
কে রোহিত আর্য? পেশাদারি পরিচয় ছিল সামাজিক উদ্যোগের পরিচালক এবং পরামর্শদাতা। সিম্বায়োসিস এবং আইএসবি মুম্বাইয়ের স্নাতক চল্লিশোর্ধ্ব রোহিত। প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের শরিক হয়ে প্রকল্পে নামেন। আর্যের তোলা অভিযোগ এমন যে নাগরিক সচেতনতা বাড়াতে স্কুলের ছাত্রছাত্রীদের ‘পাহারাদার’ করা হয়েছিল। কেউ যেখানে সেখানে নোংরা করলে ছাত্রছাত্রীরা ধরবে। মহারাষ্ট্র সরকারের শিক্ষা দপ্তরের হয়ে চলেছিল কাজ। কিন্তু ২ কোটি টাকা বকেয়া মেটায়নি দপ্তর। ওয়ার্কশপ, শর্ট ফিল্ম করে সচেতনতা চালানোর পর যে স্কুলের কাজের মান নিচের দিকে দেখা গিয়েছিল সরকারি তালিকায় তাদেরই পুরস্কার দেওয়া হচ্ছে। তার প্রতিবাদ করে দপ্তরের কুনজরে পড়তে হয়েছিল।
রোহিতের অভিযোগ আরও, তাঁরই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নিয়েছিল রাজ্য সরকার। প্রকল্পের নাম ছিল। অথচ তাঁকে বাদ দেওয়া হয়। 
গত বৃহস্পতিবার, ঘটনার পর, মুম্বাইয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী দীপক কেসরকর বলেন যে তিনি ৭ লক্ষ এবং এবং ৮.২৬ লক্ষ টাকার দু’টি চেক রোহিতকে দিয়েছিলেন। তবে কোটি টাকার দাবির ভিত্তি নেই।’’
মন্ত্রীর সংযোজন, ‘‘রোহিতের চিন্তা ভাবনা ছিল। বিষয়টি প্রশাসনিক পদ্ধতিতে আলোচনা করা উচিত ছিল। কাউকে পণবন্দি করে জবাবদিহির দাবি জানানো যায় না। তবে এই পরিণাম কাঙ্ক্ষিত নয়।’’
পুলিশ যুক্তি দিয়েছে যে রোহিতই অনড় ছিল। এর মধ্যে খবর আসে এক ছাত্রীর খিঁচুনির সমস্যা রয়েছে। কমান্ডোরা অভিযান শুরু করে। রোহিত গুলি চালায় আগে। পালটা গুলি চালানো ছাড়া উপায় ছিল না।’’
কিন্তু বহু অংশই প্রশ্ন তুলেছে ঘটনাক্রমে। রোহিত আর্যের বিরুদ্ধে অতীত অপরাধের কোনও নজির নেই। সন্ত্রাসবাদী নয়। বরং, সমাজ সচেতনতার কাজে যুক্ত ছিল। জবাব চাওয়ার যে চরম রাস্তা বেছে নিয়েছিল কোনওভাবেই তা সমর্থন করা যায় না ঠিকই। কিন্তু প্রশাসনের সঙ্গে প্রশ্নের জবাব চাওয়ার সুযোগ তাঁর ছিল না কেন? কেন শিক্ষা দপ্তরকে প্রশ্ন তুলে কুনজরে পড়তে হয়েছিল? টাকা আটকে দেওয়া হলো কেন? আর এসবের উত্তর না দিয়ে মুখ্যমন্ত্রী ‘পরিচ্ছন্ন অপারেশন’ বললেনই বা কী’করে?
Rohit Arya
রোহিত আর্য অপারেশন কতটা পরিচ্ছন্ন, ফড়নবিশের দাবিতে উঠল প্রশ্ন
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0