সেমিস্টার পদ্ধতিতে প্রথম উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো না। স্নাতক স্নাতকোত্তর স্তরের মতো উচ্চ-মাধ্যমিকে শুরু হয়েছে সেমিস্টার। একাদশ দ্বাদশ মিলিয়ে হবে চারটে সেমিস্টার। সোমবার থেকে শুরু হয়েছে একাদশ এবং দ্বাদশের প্রথম সেমিস্টার পরীক্ষা।
এই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দিলেন উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক অসন্তোষ সামনে এসেছে। এদিন সল্টলেকের একটা স্কুলে পরিদর্শনে গেলে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয় উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্যকে। অভিভাবকদের দাবি পরীক্ষার শুরুর একমাস আগে বিভিন্ন বিষয়ের পাঠ্য বই হাতে পেয়েছেন পরীক্ষার্থীরা। পর্ষদ সভাপতির কথায় বই বিতরণের দেরি হয়েছে পুস্তক সংসদ এবং জেলা পরিদর্শকদের তরফে। মার্চে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী সেমিস্টারের সময় এই সমস্যা দেখা যাবে না।
পড়ুয়া এবং অভিভাবকদের অভিযোগ ওএমআর শিটে প্রথমবার পরীক্ষা দিতে গিয়ে তাদের একাধিক সমস্যায় পড়তে হয়েছে। যার জেরে সময় নষ্ট হয়েছে তাদের। কয়েকটি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পত্র এবং ওএমআর শিট পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে বলেও জানা গিয়েছে।
চলতি বছর উচ্চ-মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। ৮ থেকে ২২ সেপ্টেম্বর সকাল ১০ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। প্রথম সেমিস্টারের পূর্ণ নম্বর ৪০।
উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর সোমবার বিকেলে তাদের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে প্রথম দিনের পরীক্ষা কেমন হলো তা জানানো হবে।
মন্তব্যসমূহ :0