Rain kolkata district

স্বস্তির বৃষ্টি কলকাতায়, জেলাতেও

কলকাতা জেলা

বৈশাখের শুরুতে যে তাপ্রবাহে পুড়েছে বাংলা তার থেকে অনেকটাই তাপমাত্রা কমেছে গত সপ্তাহে। বৃষ্টি হয়েছে ফলে স্বস্তি মিলেছে, তেমনি কমেছে সূর্যের তেজ। চলতি সপ্তাহেই সোমবার বৃষ্টি হওয়ার পর এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যায়। বুধবারের পর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবারের পর বৃহষ্পতিবার সকালেও আকাশ পরিষ্কার ছিল। বেলার দিকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও বিকেলের দিকে আকাশ কালো করে আসে। তারপরেই মুশল ধারে নেমে আসে ঝড় বৃষ্টি। এদিন কলকাতা সহ দুই চব্বিশ পরগনা, নদিয়া ঝাড়গ্রাম ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হয়।


আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন। আবহাওয়াবিদরা জানিয়েছে পশ্চিম ঝঞ্ঝার একটি অক্ষরেখা সৃষ্টি হয়েছে দক্ষিনবঙ্গের ওপরে। ফলে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত নতুন করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা নেই বলেই মত আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে বৃহষ্পতিবারের ঝড়ের বৃষ্টির পর অনেকটাই তাপমাত্রা কমে যায় শহর কলকাতায়

Comments :0

Login to leave a comment