ASIA CUP 2025

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান

খেলা

সংযুক্ত আরব আমিরশাহীকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের শেষ চারে ভারতের মুখোমুখি পাকিস্তান। বুধবার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে হারায় পাকিস্তান। উল্লেখ্য গত রবিবারের ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরে বিতর্ক তৈরি হয়। প্রতিযোগীতা থেকে নাম তুলে নেওয়ার হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত গতকাল দল নামায় তারা।
গত রবিবারের খেলায় পাকিস্তানের খেলোয়ারদের সাথে করমর্দন করেনি ভারতীণ ক্রিকেটাররা। যা নিয়ে অভিযোগ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় খেলোয়াড় এবং ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পিসিবি তাদের চিঠিতে জানিয়েছে যে পাইক্রফট পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে সূর্যকুমার যাদবের সাথে করমর্দন না করার পরামর্শ দিয়েছিলেন। এতে বলা হয়েছে যে ভারতীয় খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের সাথে করমর্দন করতে অস্বীকৃতি জানানোর পর আচরণবিধি লঙ্ঘন করেছেন।
আইসিসিকে লেখা চিঠিতে পিসিবি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করা হলে তারা তাদের দলকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেবে।
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসে তার প্রতিপক্ষ অধিনায়কের সাথে কোন করমর্দন করেনি। খেলা শেষেও তারা কোন করমর্দন করেননি।
স্বাভাবিক ভাবে ভারত পাকিস্তানের এশিয়া কাপ সেমিফাইনাল যে উত্তেজনাপূর্ণ হতে চলেছে সেই বিষয় কোন সন্দেহ নেই।

Comments :0

Login to leave a comment