India West Indies Test

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ী ভারত

খেলা

আড়াই দিনে আগেই শেষ আমদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। ১৪০ রানে জয়ী হলো ভারত। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হওয়ার পর ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে পাঁচ উইকেট হারিয়ে ৪৪৮ রানে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৬ রানে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বাকি রইলো আর একটি টেস্ট ম্যাচ। এদিনই অস্ট্রেলিয়া সফরের জন্য গিলের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। আর আজই তার নেতৃত্বে ঘরের মাঠে টেস্ট জিতলো ভারত। তবে এই সিরিজ যে ভারতের কাছে খুব একটা কঠিন হবে না তা বোঝাই যাচ্ছিল। কারণ বিশ্ব ক্রিকেটে নিজেদের সেই স্থান ধরে রাখতে ব্যার্থ ওয়েস্ট ইন্ডিজ।
এদিন লাঞ্চের আগেই ক্যারিবিয়ানরা মাত্র ৬৫ রানে পাঁচ উইকেট হারায়। তখনই স্পষ্ট হয়ে যায় সব কিছু।
ক্যারিবিয়ানদের প্রথম ধাক্কাটা দেয় প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া মহম্মদ সিরাজ। উইকেট পেয়েছেন জাদেজা, কুলদীপ যাদব। তিনটি উইকেট নিয়েছেন জাদেজা।

Comments :0

Login to leave a comment